প্রকাশ হলো জাগো চ্যাম্পিয়নের চতুর্থ সংখ্যা


প্রকাশিত: ১১:২৮ এএম, ১৬ জুন ২০১৬

জাগো নিউজের নিয়মিত সাপ্তাহিক প্রকাশনা জাগো চ্যাম্পিয়নের চতুর্থ সংখ্যাও প্রকাশ হয়ে গেলো। পত্রিকার মতই, তবে ই-ভার্সন। ক্লিক করলেই পাতা ওল্টাবে। এবারের সংখ্যাটিও সাজানো হয়েছে সমসাময়িক নানা ঘটনার বিশ্লেষণ দিয়ে।  

ব্রাজিল ফুটবলের এমন দ্বৈন্যদশা কে কবে দেখেছে যে, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে? ঢাকা প্রিমিয়ার লিগ এত জমজমাট হওয়ার পরও কেন কলঙ্কের কালিতে ঢেকে যাচ্ছে? বাংলাদেশে খেলতে এসে বলের আঘাতে প্রাণ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা। হঠাৎ তিনিই বা কেন চলে আসলেন আলোচনায়?

টানা তিনবার বাফুফে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দীন। তিনি কী পারবেন এবার ফুটবলের সুদিন ফেরাতে? টি২০ বিশ্বকাপ চলাকালে চাকিংয়ের অভিযোগ উঠেছে তাসকিন আরাফাত সানির বিপক্ষে। চাকিংয়ের কালোথাবায় কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট? ইউরোর মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। ফেভারিটরা লড়ছেন শিরোপার জন্য। সেই লড়াইটাই বা কেমন?

ইনজুরি থেকে ফিরে এসে কী ম্যাজিক দেখালেন মেসি? হাজারো প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন জাগো চ্যাম্পিয়নের চলতি (চতুর্থ) সংখ্যায়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ করা হয় ই-ম্যাগাজিন জাগো চ্যাম্পিয়ন। বরাবরের মতো প্রকাশ হলো চতুর্থ সংখ্যা।

এই সংখ্যাটি পড়তে ক্লিক করুণ এই লিংকে...

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।