আরও ভয়ংকর রূপে ফিরবে মেসি


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৬ জুন ২০১৬

শতবর্ষী কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠেই নামেননি মেসি। দ্বিতীয় ম্যাচে ৩০ আর তৃতীয় ম্যাচে ৪৫ মিনিট মাঠে ছিলেন। এবার শেষ আটের লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই মেসির ভয়ংকর রূপ দেখবে ভেনেজুয়েলা। এমনটাই বললেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো।   

কোপার আগে সামান্য ইনজুরিতে ছিলেন মেসি। তাই তাকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি কোচ। তবে শেষ আটে ম্যাচের শুরু থেকেই মাঠে থাকবে মেসি। এ নিয়ে তিনি বলেন, ‘মানুষ ওকে (‌মেসি)‌ দেখতে চায়। টাকা দিয়ে সারা বিশ্ব ঘুরেও ওকে একবার দেখার প্রত্যাশায় থাকে মানুষ। এবং মেসিকেও এটা মাথায় নিয়ে চলতে হয়। এখানেই থেমে না গিয়ে আরও বলেন, কখনও ও খেলে বা কখনও ও বেঞ্চে থাকে। কিন্তু মাঠে যারা টাকা দিয়ে খেলা দেখতে আসেন, তাদের প্রতি ওর একটা কর্তব্য রয়েছে।

ইনজুরির জন্য প্রথম ম্যাচে না থাকলেও পানামার বিরুদ্ধে নেমেই করেছিলেন হ্যাটট্রিক। সে কারণেই দ্বিতীয় ম্যাচে খেলা শুরুর আগে থেকেই প্রবল ‘মেসি মেসি মেসি’ ধ্বনিতে মুখরিত হচ্ছিল সেঞ্চুরি লিঙ্ক ফিল্ড। আশা ছিল, আগের ম্যাচে হ্যাটট্রিক করায় এই ম্যাচে হয়ত শুরু থেকেই পাওয়া যাবে মেসিকে। কিন্তু না। প্রথম দলে লিওনেল মেসিকে রাখেননি আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। দ্বিতীয়ার্ধে মাঠে নামান তাকে।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।