আবার চালু হলো আশুগঞ্জ সার কারখানা


প্রকাশিত: ০৪:০৮ এএম, ০২ জানুয়ারি ২০১৫

যান্ত্রিক ত্রুটি ও গ্যাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে  আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন।  শুক্রবার সকাল ৬টা থেকে কারখানাটি চালু করা হয়।

আশুগঞ্জ সার কারখানার সার্বিক ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গ্যাসের কারণে কারখানাটি গত মার্চ মাস থেকে আটমাস বন্ধ ছিল। সেপ্টেম্বরে চালুর পর কমপ্রেসারের কারণে পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়। ইতালি থেকে কমপ্রেসার সেরে আনার পর পুনরায় তা শুক্রবার সকাল থেকে উৎপাদন শুরু করেছে।

এ কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১৬শ মেট্রিক টন। এখন ফুল লোড দিলে ৭০ ভাগ উৎপাদন করা সম্ভব বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।