অনন্য উচ্চতায় ধোনি


প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৫ জুন ২০১৬

অনেক আগেই নিজেকে ছাড়িয়ে গেছেন ধোনি। এবার আরো উঁচুতে উঠে আসলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে ৩৫০ ডিসমিসালের রেকর্ড গড়লেন ধোনি। ভারতের সর্বোচ্চ ডিসমিসালের মালিক হলেও ওয়ানডে ইতিহাসে অবশ্য চতুর্থ স্থানে রয়েছেন ধোনি।

৩২তম ওভারের শেষ বলে বুমরাহর বলে চিগুম্বুরাকে স্ট্যাম্পিং আউট করে এই মাইলফলক স্পর্শ করেন ধোনি।  এই ৩৫০টি ডিসমিসালের জন্য ধোনির খেলতে হয়েছে ২৭৮টি ওয়ানডে ম্যাচ। এর ভেতর রয়েছে ২৬১টি ক্যাচ এবং ৮৯টি স্ট্যাম্পিং।

৪৮২টি ডিসমিসাল নিয়ে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা রয়েছেন সবার ওপরে। তারপরেই রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ৪৮২টি ডিসমিসালের জন্য। ৪২৪টি ডিসমিসাল নিয়ে তৃতীয়তে রয়েছেন প্রোটিয়া উইকেটকিপার মার্ক বাউচার।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।