বিতর্কিত মাঠে আবাহনী-মোহামেডানের ঐতিহ্যের লড়াই


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৪ জুন ২০১৬

আবাহনী-মোহামেডানের ম্যাচ একসময় অনেকটা ফুটবলের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড, আর্জেন্টিনা-ব্রাজিল কিংবা ক্রিকেটের ভারত-পাকিস্তানের মতই জমজমাট ছিল। দর্শকরাও অধীর হয়ে অপেক্ষা করতেন এই ম্যাচটির জন্য। কালেরগহ্বরে সে উত্তেজনা আর নেই। তবে রয়ে গেছে ঐতিহ্য। সে ঐতিহ্যের লড়াইয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ম্যাচের সুবাদে বৃহস্পতিবার আবারো মুখোমুখি আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল নয়টায় মাঠে নামবে ঢাকার ঐতিহ্যবাহী দল দুটি।

এবারের লিগের অন্য আট-দশটা ম্যাচের মতোই আবহ আবাহনী-মোহামেডানের দলীয় অনুশীলনে। তবে অনুশীলনে উত্তাপ টের পাওয়া না গেলেও, মাঠের খেলায় ঠিকই উত্তাপ ছড়াবে সেটি মনে করছেন দুই দলের ক্রিকেটাররা। দু’দলই এ ম্যাচে জয় তুলে নিজেদের এগিয়ে নিতে চায়। লিগে এখন পর্যন্ত সমান ১৪ পয়েন্ট দু’দলের। তবে আবাহনীর একটি ম্যাচ এখনও মীমাংসা হয়নি।

মোহামেডানের স্পিনার এনামুল হক জুনিয়র অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘কালকের ম্যাচ জিততেই হবে। আগের ম্যাচ হেরেছি; কিন্তু এবারের লিগটা এমন কঠিন একটা ম্যাচ জিতলেই আবার সমানে চলে আসবো। আমাদের ভাবনা হচ্ছে কাল কিভাবে খেলবো এবং কিভাবে জিতবো। আবাহনীর সাথে প্রথম পর্বে জয়ের ফলে ১-০ তে এগিয়ে আছি। কালকের ম্যাচ জিতে আবার শিরোপা লড়াইয়ে ফিরতে চাই।’

প্রায় একই কথা বলছেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবালও। এর আগের টানা চার জয়ের ছন্দ ধরে রাখতে জানিয়ে বলেন, ‘আমাদের জন্য কাল খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ওদের জন্যও। সুপার লিগের প্রথম ম্যাচ ওদের পক্ষে যায়নি। চ্যাম্পিয়নশিপ রেসে থাকতে হলে দুই দলেরই মাস্ট উইন গেম। আমরা আমাদের তরফ থেকে পুরোপরি চেষ্টা করবো। নিঃসন্দেহে তারা অনেক শক্তিশালী একটি দল। ওদের সাথে জিততে পারলে আমরা পয়েন্ট টেবিলে একটা ভালো অবস্থানে এসে যাব।’

এর আগে প্রথম পর্বের লড়াইয়ে মোহামেডানের কাছে পাত্তাই পায়নি আবাহনী। আট উইকেটের বড় ব্যাবধানে হেরে যায় তারা। অথচ শক্তির দিক থেকে মোহামেডানের চেয়ে বহুগুণ এগিয়েছিল দলটি। সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, জুবায়ের হোসেন, লিটন কুমার দাস, সাকলাইন সজীব, শাহাদাত হোসেন ও আবুল হোসেন রাজুর মত ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকতের মত তরুণদের নিয়ে পেরে ওঠেনি তারা। তবে প্রথম দিকে ছন্দে না থাকলেও প্রথম পর্বের শেষ চারটি ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আকাশী-হলুদ শিবির।

তবে জয়ের সঙ্গে বিতর্কও পিছু নিয়েছে আবাহনীর। প্রাইম দোলশ্বরের বিপক্ষে প্রথম পর্ব ও সুপারলিগ দুই ম্যাচেই ছড়িয়েছে তুমুল উত্তেজনা। প্রথম পর্বে আম্পায়ারদের একাধিক ভুল সিদ্ধান্তের বলী হয় দোলেশ্বর। পরের ম্যাচ তো শেষই হতে পারেনি। আবাহনীর পক্ষে সিদ্ধান্ত না দেওয়ায় অশ্রাব্য গালিগালাজের মুখে পড়তে হয়েছে আম্পায়ারদের। ফলে সে ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানান আম্পায়াররা। ম্যাচের মূল খলনায়ক তামিমের ব্যাপারে কোন মীমাংসা হওয়ার আগেই আবার সেই মাঠেই গড়াচ্ছে আবাহনীর ম্যাচ। তাই আবার নতুন কোন নাটকের জন্ম হয় তা নিয়ে শঙ্কা রয়েই গেছে ক্রিকেট ভক্তদের।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।