জরিমানা গুনতে হলো অ্যান্ডারসনকে


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১২ জুন ২০১৬

লর্ডস টেস্টে বল হাতে পেয়েছেন দুই উইকেট। কিন্তু আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের জন্য জরিমানা গুনতে হলো ইংলিশ এই পেসারকে। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে রঙ্গনা হেরাথের ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেন অ্যান্ডারসন। যে কারণেই তাকে জরিমানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

তৃতীয় দিন শেষে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি পাইক্রফট জানান, ৩৩ বছর বয়সী অ্যান্ডারসন আইসিসির কোড অফ কন্ডাক্ট অমান্য করেছে। সেখানে বলা হয়, হেরাথ যখন ব্যাটিং করছিল তখন নিজের বোলিং শেষে হেরাথের সঙ্গে তর্কে যেতে চান অ্যান্ডারসন। আম্পায়ার এস রভি অ্যান্ডারসনকে থামানোর চেষ্টা করলে আম্পায়ারের উপর রেগে যান এই পেস বোলার। আম্পায়ার এস রভি এবং রড টাকার অ্যান্ডারসনের এই আচরণকে ভালো চোখে দেখেননি।

দিনের খেলা শেষ হলে থার্ড আম্পায়ার আলিম দার এবং চতুর্থ আম্পায়ার মাইকেল গফের কাছেও অ্যান্ডারসনের এই আচরণ বৈধ মনে হয়নি। যেকারণে অ্যান্ডারসনের ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয় এবং তাকে ভবিষ্যতের জন্য সাবধান করে দেয়া হয়।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।