ধোনির অবসরে আজহারের বিস্ময়


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০১ জানুয়ারি ২০১৫

আসন্ন বিশ্বকাপে ধোনির নেতৃত্বেই শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারত। এ রকম একটা সময়ে টেস্ট সিরিজ শেষ হওয়ার আগে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়কের এমন সিদ্ধান্তকে সহজভাবে মানতে পারছেন না সাবেকরা। এই দলে আছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সেরা অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও সৌরভ গাঙ্গুলি।

সিরিজ শেষ হওয়ার আগে ধোনির বিদায় নেয়াটি মানতে পারছেন না আজহার। তার ভাষায়, ধোনির সিদ্ধান্ত চমকে দেয়ার মতোই। তবে সিরিজের মাঝপথে এভাবে তার অবসর নেয়া উচিত হয়নি। যোগ করেন, এ সিরিজের পরই বিশ্বকাপ। এমন একটা সময়ে এভাবে চলে যাওয়া মোটেও কোনো ভালো ব্যাপার নয়।

ধোনির এমন আকস্মিক সিদ্ধান্তে হতবাক এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা সৌরভ। সাবেক এ ভারত অধিনায়ক জানান, সিরিজ চলাকালীন ধোনির এমন সিদ্ধান্তে আমি বিস্মিত। নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ঠিক আছে। কিন্তু সিরিজ শেষ না করে অবসর নেয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।