বাহিনী প্রধানদের বেতন ১ লাখ, সর্বনিম্ন ৮২০০ টাকা


প্রকাশিত: ০৫:০৮ এএম, ০১ জানুয়ারি ২০১৫

সশস্ত্র বাহিনীর প্রধানদের বেতন ১ লাখ ও সর্বনিম্ন বেতন ৮,২০০ টাকা নির্ধারণ করে অর্থমন্ত্রীর কাছে সুপরিশ করেছে সশস্ত্র বাহিনীর পে-কমিশন। অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকালে বেতন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করে এ রিপোর্ট জমা দেন।

রিপোর্টে সর্বনিম্ন বেতন ৮২০০ টাকা ও মেজর জেনারেলের বেতন ৮০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেলের বেতন ৮৮,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।