কোয়ার্টারের পথে ব্রাজিলের বাধা পেরু


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ জুন ২০১৬

ব্রাজিল মানেই সাম্বা, ব্রাজিল মানেই ছন্দময় ফুটবল। কিন্তু, দুঙ্গার কোচিং দর্শনে ব্রাজিলের সেই ছন্দময় ফুটবল যেন খোলস ছেড়ে অন্য রূপ ধারণ করেছে। শতবর্ষী কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিতে ব্রাজিলের সামনে পেরু। ম্যাচটি শুরু হবে আগামী কাল সকাল সাড়ে ৬ টায়।

প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করায় সমর্থক থেকে শুরু করে সমালোচক সবারই দুয়োঃধ্বনি শুনতে হয়েছে সেলেসাও বসকে। তবে দ্বিতীয় ম্যাচেই দলের সবচেয়ে বড় তারকা চেলসির ফিলিপ কৌতিনহো হ্যাটট্রিকে ঘুরে দাড়ায় সেলেসাও শিবির।  এবার শেষ আটে যেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ র্যাং কিংয়ে ৪৮ নম্বরে থাকা পেরু। এই ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে দুঙ্গার দলের।

অন্যদিকে, পেরু জিতলে তাদের সম্ভাবনা থাকবে কোয়ার্টার ফাইনাল খেলার। ব্রাজিলের সাথে মুখোমুখি লড়াইয়ে ৪২ দেখায় মাত্র ৩টি জয়ের বিপরীতে ৩০টি ম্যাচে হারতে হয়েছে তাদের। বাকি ৯টি ম্যাচ হয়েছে ড্র। আর, কোপায় ১৬ বারের দেখায় ১১ বারই পেরুভিয়ানদের পেতে হয়েছে হারের স্বাদ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।