ইউরোতে সুইজারল্যান্ডের শুভ সূচনা


প্রকাশিত: ০৩:১২ পিএম, ১১ জুন ২০১৬

গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে সুইজারল্যান্ড। ১০ জনের আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। এই জয়ে গ্রুপ ‘এ’তে ফ্রান্সের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে যুগ্নভাবে গ্রুপের শীর্ষে অবস্থান করছে সুইজারল্যান্ড।

ফিফা র্যাংটকিংয়ের ১৫ নম্বর দল সুইজারল্যান্ড এই ম্যাচে ফেবারিট হিসেবেই নেমেছিল। ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় সুইসরা। স্টোক সিটির মিডফিল্ডার জার্দান শাকিরিরি অসাধারণ পাসে দলকে ১-০ গোলে এগিয়ে দেন শার। ইউরোপিয়ান যেকোন প্রতিযোগিতায় এটিই সুইজারল্যান্ডের সবথেকে দ্রুততম গোল।

গোল খেয়ে যেন মরিয়া হয়ে পরে আলবেনিয়া। কিন্তু স্রোতের বিপরীতে ম্যাচের ৩৭ মিনিট দ্বিতীয় হলুদ কার্ড পেলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় আলবেনিয়ার অধিনায়ক লরিক কানাকে। বিরতি থেকে ফিরলেও আর গোলের দেখা পায়নি কোনদল। যার ফলে ঐ ১ গোলেই ম্যাচ জিতে নেয় শাকিরির দল।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।