ভারতকে ১৬৯ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে


প্রকাশিত: ১২:০৪ পিএম, ১১ জুন ২০১৬

তরুণ এক ভারতীয় দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাসহ দলের অনেক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারত। তবুও প্রথম ওয়ানডে ম্যাচেই ভারতের তরুণদের অসাধারণ পারফরম্যান্সেই ৪৯.৫ ওভারে ১৬৮ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিন অভিষিক্ত কারুন নায়ার, চাহাল এবং লোকেশ রাহুলকে একাদশে নিয়েই মাঠে নামেন ধোনি। শুরু থেকেই আইপিএল মাতানো বুমরাহ এবং স্রানের তান্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে ৮ রানে আউট হন ক্রেমার। অন্যদিকে সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বরা ইনিংস সেরা ৪১ রান করেন। ভারতের পক্ষে বুমরাহ ৪টি উইকেট নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ  ১০ ওভারে ২৮ রান।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।