আবাহনীর বিপক্ষে হারের আক্ষেপ ঘোচাতে চান নাসির


প্রকাশিত: ১১:০৯ এএম, ১১ জুন ২০১৬

প্রিমিয়ার লিগে ইতোমধ্যে একবার আবাহনীর কাছে হেরেছে প্রাইম দোলেশ্বর। আবারো মুখোমুখি হচ্ছে এ দুই দল। এবার সুপার লিগের প্রথম রাউন্ডেই শক্তিশালী আবাহনী লিমিটেডের মুখোমুখি হচ্ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সাকিববিহীন আবাহনীর কাছে সেবার ৩ উইকেটে হারলেও এবার জয় দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চান প্রাইম দোলেশ্বরের অলরাউন্ডার নাসির হোসেন।

সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে আবাহনীর বিপক্ষে নামার আগে নাসিরের কন্ঠে তাই আগের ম্যাচের ভুল শুধরে আবাহনীর বিপক্ষে হারের আক্ষেপ পূরণের আকুতি। ‘ওই ম্যাচে আমাদের ল্যাকিংস খুব বেশি ছিলো না। ওভারঅল ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন ভালো করছি। যারা ভালো করবে তারাই জিতবে। হারের আক্ষেপ পূরণে কালকের ম্যাচটা আমাদের জিততে হবে।’

একটি দলের সঙ্গে আরেক দলের পয়েন্ট ব্যবধান মাত্র দুই। চ্যাম্পিয়ন হওয়া যে কোন দলের জন্যেই সম্ভব। তবে নিজেদেরকে এখনই চ্যাম্পিয়ন ভাবতে নারাজ নাসির। ‘চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই কঠিন। সব দলের জন্য চ্যাম্পিয়নশিপ ওপেন আছে। এখানে ৫টা ম্যাচ আছে। যারা বেশি ম্যাচ জিততে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে তো  এটা সবার জন্য উন্মুক্ত। চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হবে না।’
 
আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।