ম্যাচ না জেতায় পুরো ক্রিকেট দল বরখাস্ত!


প্রকাশিত: ০৭:২৯ এএম, ১১ জুন ২০১৬

ক্রিকেটে অনেক কিছুই ঘটে। কখনো দল ভালো খেলে আবার খারাপ। দল জিতলে পুরষ্কার আর হারলে অধিনায়ক বা কোচকে বাদ দেওয়া হয়। তবে এবার ম্যাচ না জেতায় পুরো ক্রিকেট দলকে বরখাস্ত করেছে ক্রিকেট বোর্ড। এমনই ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়।  

সম্প্রতি আইসিসি আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভে অংশ নিয়েছিল নাইজেরিয়ার জাতীয় দল। ব্রিটেনের জার্সি দ্বীপে খেলতে গিয়েছিল নাইজেরিয়া। লিগের কোনও ম্যাচই জিততে পারেনি দল। দলের লজ্জাজনক পারফরম্যান্সে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন পুরো দলকে বরখাস্ত করে দেয়। সেই সঙ্গে কোচকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সাংবাদিক বৈঠকে ফেডারেশনের প্রধান ইমেকা ওনিয়েমা বলেন, “এই টুর্নামেন্টের জন্য পুরো দলকে যে ভাবে তৈরি করা হয়েছিল, লাভ কিছুই হল না।” ইমেকা আরও জানান, দলকে টুর্নামেন্টে পাঠানোর আগে তিনটি ক্যাম্প করানো হয়। সেরা ১৪ জন খেলোয়াড়কে বেছে নিয়ে দল তৈরি করা হয়। 

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।