মোহামেডানে খেলতে ঢাকা আসছেন পেরেরা


প্রকাশিত: ০৬:১৮ এএম, ১১ জুন ২০১৬

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের ম্যাচ খেলতে আজ দুপুরে ঢাকায় আসছেন শ্রীলংকান ক্রিকেটার থিসেরা পেরেরা। ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মার পরিবর্তে আসছে পেরেরা। এমনটি নিশ্চিত করেন মোহামেডানের ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম খান।
 
এর আগে মোহামেডানের হয়ে খেলে গেছেন উপল থারাঙ্গা। ঢাকা লিগে মোহামেডানের হয়ে (সাত ম্যাচে ৩৮৬ রান করেন) ভালো খেলার সুবাদে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কান জাতীয় দলে ডাক পান থারাঙ্গা। থারাঙ্গা চলে গেলে তার পরিবর্তে ভারতীয় ক্রিকেটার মিথুন ম্যানহাসকে নিয়ে আসে মোহামেডান।

তবে দুই ম্যাচ খেলে সুবিধে করতে (দুই ম্যাচে ৩৭ রান) না পারায় মিথুনের পরিবর্তে আরেক ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মাকে নিয়ে আসে মতিঝিল পাড়ার দলটি। দুই ম্যাচ খেলে ১৩৪ রান এবং ৪ উইকেট শিকার করে মোহামেডানকে সুপার লিগে উঠিয়ে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন বিপুল। আগামী ১২ জুন থেকে সুপার লিগের খেলা শুরু হবে। প্রথম ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ড অব রূপগঞ্জ।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।