ধারাভাষ্যকার হলেন মাশরাফিদের বোলিং কোচ


প্রকাশিত: ০৫:৪০ এএম, ১০ জুন ২০১৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ থেকে পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। উদ্দেশ্য ছিল, ভারতে ক্রিকেট একাডেমীতে কোচিং করানো। কিন্তু আপাতত মাশরাফিদের সাবেক এই বোলিং কোচকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। শনিবার শুরু হতে যাওয়া ভারত-জিম্বাবুয়ে সিরিজে টেন স্পোর্টসের ধারাভাষ্য কক্ষে অতিথি ধারাভাষ্যকার হিসেবে হিসেবে যোগ দিচ্ছেন হিথ স্ট্রিক।

এ নিয়ে স্ট্রিকসংবাদ মাধ্যমে বলেন, আমি এর আগেও জিম্বাবুয়ের চারটি সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছি। কাউন্টি খেলার সময় স্কাই স্পোর্টসের হয়ে স্টুডিওতেও কাজ করার অভিজ্ঞতা আছে।

নতুন দায়িত্ব নিয়ে স্ট্রিকের অভিমত, আমি জানি না টেন স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে কারা কাজ করছে। আমি মনে করি সাবেক ক্রিকেটার ও ক্রিকেটের বাইরের ধারাভাষ্যকারদের মধ্যে ভাল মিশ্রণ হয়।কারন সাবেক ক্রিকেটার হলেই সবাই ভাল ধারাভাষ্যকার হয় না।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।