জার্মান ভক্ত কোহলি


প্রকাশিত: ০৫:৩১ এএম, ১০ জুন ২০১৬

ক্রিকেটের বাইরে ফুটবলের প্রতি তার শখের কথা এখন অনেকেরই জানা। ভারতের অনুশীলনে প্রায়ই বিরাট কোহলির ফুটবল স্কিল দেখতে পাওয়া যায়। এদিকে আজ শুরু হচ্ছে  ইউরো কাপ। তাই জার্মান ভক্ত ভারতীয় দলের এক নম্বর ব্যাটসমানটি আপাতত মজেছেন ইউরোর নেশায়। নিজের টুইটারে জার্মান দলের জার্সি পরে একটি ছবিও পোস্ট করেছেন কোহলি।

মেসি আর রোনালদোর অন্ধভক্ত বিরাট কিন্তু ইউরোতে ওজিল-মুলারদেরই সমর্থন করছেন। বিরাটের ফুটবল কেরামতি দেখে একবার রবীন্দ্র জাদেজা বলেছিলেন ‘পায়ে ফুটবল পেলে কোহলি আর কোহলি থাকে না রোনালদো হয়ে যায়।

এদিকে ভারতের টেস্ট অধিনায়ক ইউরোতে জার্মানির হয়েই বাজি ধরছেন। কারণ, ওরা বিশ্ব ফুটবলে সবচেয়ে বিপজ্জনক টিম। আর তাঁর আশা বিশ্বকাপের মত ইউরোটাও জার্মানিরই হবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।