হ্যাটট্রিক করছেন প্লাতিনি


প্রকাশিত: ০৭:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

টানা তৃতীয়বারের মত উয়েফার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিশেল প্লাতিনি। ২৪ ডিসেম্বর প্রার্থীর নাম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু প্লাতিনি ছাড়া অন্য কোনো প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দেননি। ফলে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটা একরকম নিশ্চিতই।
 
২০০৭ সালে প্রথমবার এ পদে নির্বাচিত হওয়া সাবেক এই ফরাসি অধিনায়ক ২০১১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়েছিলেন। মনোনয়নপত্র বাতিল হওয়ার অভাবিত কোনো ঘটনা না ঘটলে আগামী মার্চে ভিয়েনায় অনুষ্ঠিতব্য উয়েফা কংগ্রেসে নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন প্লাতিনি।

গুজব ছিল ফিফা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু সে পথে যে হাঁটবেন না,তা আগেই জানিয়ে দিয়েছিলেন উয়েফার বর্তমান প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।