নিউইয়র্কে মোহাম্মদ আলির নামে সড়ক


প্রকাশিত: ০৭:১৬ এএম, ০৯ জুন ২০১৬

‘ফাইট অব দ্য সেঞ্চুরি’ হয়েছিল নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে (এমএসজি)। জো ফ্রেজিয়ারের বিপক্ষে ১৯৭১ সালে সেই ফাইটে জিতেও ছিলেন মোহাম্মদ আলি। এবার সর্বকালের সেরা ক্রীড়াবিদ আলির নামেই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের পাশে ওয়েস্ট ৩৩তম স্ট্রিটের নাম বদলে ‘মোহাম্মদ আলি ওয়ে’ রাখা হয়েছে।

নিউইয়র্কের মেয়র ব্লাসিও বলেন, ‘এই শহরের হৃৎপিণ্ডে আমরা তার (মোহাম্মদ আলী) প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই সম্মান এবং এর চেয়ে বেশি কিছু তার প্রাপ্য।’  সিটি কাউন্সিলে আইন পাস হলে স্থায়ীভাবে আলীর নামে রাস্তার নামকরণ হবে।

শুক্রবার আলির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। বড় মেয়ের স্নাতকোত্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে ঐদিন শেষকৃত্যে যোগ দিতে পারবেন না প্রেসিডেন্ট বারাক ওবামা। ৭৪ বছর বয়সে তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলি পারকিনসন্স রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত শুক্রবার মারা যান।

লুইস ভিলেতে দুই দিনব্যাপী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় আজ দুপুরে ইসলামী রীতি অনুযায়ী আলীর জানাজা হবে লুইসভিলের ফ্রিডম হলে। ১৮ হাজার মানুষ সুযোগ পাবেন জানাজায় অংশ নেয়ার। এর আগে লুইসভিলের প্রধান সব সড়ক প্রদক্ষিণের পর মোহাম্মদ আলি সেন্টারের পাশ দিয়ে তার মরদেহ বহনকারী কফিন নিয়ে যাওয়া হবে কেএফসি ইয়াম সেন্টারে। সেখানেই শেষবারের মতো তাকে বিদায় জানাবেন ভক্তরা। এরপর সমাহিত হবেন আলি।

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।