‘ফিক্সারদের আজীবন বহিষ্কার করা উচিত’


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৮ জুন ২০১৬

পাকিস্তানের বিপক্ষে টেস্টে নামার আগেই মাঠের বাইরের উত্তাপ ছড়িয়েছে দ্বিগুণ। মোহাম্মদ আমিরের ইংল্যান্ডে আসা না আসা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কিন্তু ইংল্যান্ড থেকে ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১০ সালের পর আবারো টেস্টে ফিরছেন আমির। তবে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক মনে করেন, ফিক্সারদের আজীবন ক্রিকেট থেকে বহিষ্কার করা উচিত।

শ্রীলংকার বিপক্ষে লর্ডস টেস্টে নামার আগে কুক বলেন, ‘যদি আপনি ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকেন এবং সেটি প্রমাণিত হয় তাহলে আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত। এর থেকেও আরো কঠোর শাস্তি দেয়া উচিত আপনাকে কারণ আপনি খেলাকে অপবিত্র করেছেন।’

ফিক্সারদের কথা বললেও আমিরের ব্যাপারে সহনশীলতার পরিচয় দিয়েছেন কুক। তিনি জানান লর্ডস স্টেডিয়ামে আমিরের বল মোকাবেলা করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ‘আমার কথার মানে এই নয় যে আমি আমিরকে কিছু বলছি। রুলস অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমি যদি এখন কাউকে দেখি ফিক্সিং করতে তাহলে অবশ্যই তাকে আজীবন বহিষ্কারের সুপারিশ করবো।’

লর্ডসেই পাঁচ বছর পর টেস্ট খেলতে নামবেন আমির। কুক বলেন, ‘আমিরের জন্য লর্ডসে টেস্ট ম্যাচ খেলে প্রত্যাবর্তনটা ঐতিহাসিক হবে। সে এর আগেও দলকে ভালো সূচনা এনে দিয়েছে এবং সে যা করেছে তার সাজা সে পেয়েছে। তার ক্রিকেট খেলা নিয়ে আমার কোন সমস্যা নেই।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।