মুশফিকের ব্যাটে সুপার সিক্সে মোহামেডান


প্রকাশিত: ১১:৩৭ এএম, ০৮ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পঞ্চম দল হিসাবে সুপার সিক্স নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভারতীয় বিপুল শর্মার ঘূর্ণির পর মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ছয় উইকেটে হারিয়েছে তারা। ফলে ১১ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইলো ঐতিহ্যবাহী দলটি। অপরদিকে এ হারের ফলে সুপার সিক্সে ওঠার শেষ সুযোগ হারালো শেখ জামাল।

শেখ জামালের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৯ রানেই ইজাজ আহমেদকে হারায় মোহামেডান। ওপেনিংয়ে নেমে ব্যক্তিগত ১৫ রান করে দলীয় ৩৮ রানে বিদায় নেন হাবিবুর রহমান। এরপর নাঈম ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৭৩ রানের দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন এ দুই ব্যাটসম্যান।

এরপর বিপুল শর্মাকে আরও একটি ৭০ রানের দারুণ জুটি গড়েন মুশফিক। বিপুলের বিদায়ের পর বাকি কাজ আরিফুলকে নিয়ে শেষ করেন মুশফিক। ৫৮ বল বাকি থাকতে ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় মোহামেডান।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন মুশফিক। ৮২ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৫২ বলে ৮টি চারের সাহায্যে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন নাঈম ইসলাম। এছাড়া ৩১ বলে ৩৪ রান করেন বিপুল শর্মা। জামালের পক্ষে ৫২ রানে ৩টি উইকেট নেন মাহমুদউল্লাহ।

এর আগে বুধবার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উইকেট ভেজা থাকায় নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর খেলা শুরু হয়। ফলে আট ওভার কেটে ৪২ ওভারে খেলার নির্ধারণ করা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শেখ জামাল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আবদুল্লাহ আল মামুনকে হারায় তারা। এরপর মার্শাল আইয়ুবকে নিয়ে আরেক ওপেনার মাহবুবুল করীম ৫৬ রানের জুটি গড়ে দলের চাপ সামলে নেন।

দলীয় ৫৮ রানে মাহবুবুলের আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ৪২ ওভারে আট উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন মাহবুবুল করীম। জাবিদ হাসান ২৮ রান করেন। এছাড়া মার্শাল আইয়ুব ও মাহমুদউল্লাহ ২৭ রান করে করেন। আর সফিউল ইসলাম ও নাজমুস সাদাত ২৫ রান করে করেন। মোহামেডানের পক্ষে ২৪ রানে ৪টি উইকেট বিপুল শর্মা।

আরটি/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।