ছয় হাজারী ক্লাবে ঢুকলেন মুশফিক


প্রকাশিত: ১০:১৬ এএম, ০৮ জুন ২০১৬

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ছয় হাজার রানের কোঠা পার করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডের ম্যাচে শেখ জামালের বিপক্ষে এই মাইলফলকে পৌঁছান তিনি।

বুধবার ছয় হাজার রানের মাইলফলক থেকে ১৮ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। এদিন ইনিংসের ১৩তম ওভারে এ রান তুলে নেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। মুক্তার আলীর বলে সিঙ্গেল তুলে নিয়ে মাইলফলকে পৌঁছান  এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিস্ট ‘এ’  ক্রিকেটে ২১৯ ম্যাচ খেলে ৭ সেঞ্চুরি ও ৩৬ হাফসেঞ্চুরিতে এই সংগ্রহ করেন মুশফিক।

উল্লেখ্য, চলতি মৌসুমেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছয় হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল। ৫ হাজার ৩২৪ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আরটি/আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।