মুক্তি পেল না বার্সা
নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলল না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। আগামী বছরও কোন ফুটবলার কিনতে পারবে না বিশ্বসেরা এই ক্লাবটি।
গত এপ্রিলেই খেলোয়াড় কেনার উপর ১৪ মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ফিফার পক্ষ থেকে। এর বিপক্ষে কোর্ট অব আব্রিট্রেশনে আপিল করেছিল কাতালানরা। নিষেধাজ্ঞার বিপক্ষে করা বার্সেলোনার আপিলও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অব আর্বিট্রেশন। এর ফলে এখন থেকে ২০১৬ সালের জানুয়ারী পর্যন্ত কোনো খেলোয়াড় কিনতে পারবে না ক্লাবটি।
এর আগে ফিফার আইন লঙ্ঘন করে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সী ফুটবলার কেনার জের ধরেই বার্সার ওপর নিষেধাজ্ঞার শাস্তি আরোপের পাশাপাশি জরিমানাও করা হয়েছিল। যদিও কোট অব আর্বিট্রেশন বরাবর আপিলের পর ফিফার দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত শুনানিতে শেষ রক্ষা পেল না ক্লাবটি।