চিলির বিপক্ষে মেসি খেলছেন না নিশ্চিত


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ০৬ জুন ২০১৬

ইনজুরির কারণে লিওনেল মেসিকে নিয়ে ঘোর ধোঁয়াশা। চিলির বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে চলছে নানা জ্বল্পনা-কল্পনা। বলা হচ্ছিল, চিলির বিপক্ষে প্রতিশোধের ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না মেসি। বরং, তার পরিবর্তে নিকো গাইতানকেও ভেবে রেখেছেন কোচ জেরার্ডো মার্টিনো।

আর্জেন্টিনা সমর্থকদের জন্য দুঃসংবাদ। জ্বল্পনা-কল্পনা শেষ করে এবার সত্যি সত্যি জানা গেলো মেসি খেলছেন না চিলির বিপক্ষে এই ম্যাচে। বিষয়টা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার এক ক্রীড়া সাংবাদিক। রয় নেমার নামে ওই সাংবাদিক টুইট করে জানিয়েছেন, চিলির বিপক্ষে খেলছেন না মেসি। তবে পরের ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামছেন- এটা শতভাগ সত্যি।

গত কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকতে হয়েছিল লিওনেল মেসিদের। এবারের কোপায়ও নিজেদের প্রথম ম্যাচে সেই চিলিকেই পেলো আর্জেন্টিনা। এই ম্যাচটিকে সবাই প্রতিশোধের ম্যাচ হিসেবেই ধরে রেখেছে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।