কালই দেশে ফিরে যাচ্ছেন পাঠান


প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৬ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দুই ম্যাচ খেলে আগামীকাল মঙ্গলবার ঢাকা ছাড়ছেন ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আবাহনীকে সুপার সিক্সে পৌঁছে দিয়েই দেশে ফিরে যাচ্ছেন এ ভারতীয় ব্যাটসম্যান।

প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ে দারুণ অবদান রেখেছিলেন পাঠান। তবে দ্বিতীয় ও শেষ ম্যাচে তেমন কিছু করতে পারেনি। ওপেনিংয়ে নেমে দুই বাউন্ডারিতে ৫ বলে  ৮ রান করে আউট হন তিনি। তবে পাঠান না পারলেও দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে কাজটি করে নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশে আসার পর ইউসুফ পাঠান জানিয়েছিলেন তিনি শুধুমাত্র ২টি ম্যাচই খেলবেন। ২ ম্যাচ খেলে রমজানের কারণে দেশে ফিরে যাবেন তিনি। আগামীকালই দেশে ফিরে যাচ্ছেন তা নিশ্চিত করেছেন আবাহনীর ম্যানেজার শেখ মামুন।

আবাহনীর সূত্র থেকে জানা গেছে, ইউসুফ পাঠানের জায়গায় সুপার লিগের ম্যাচ খেলতে আসছেন জসপাল শর্মা।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।