রিজার্ভ ডেতে দুই কলাবাগানের খেলা


প্রকাশিত: ০৯:২৯ এএম, ০৬ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম রাউন্ডের খেলা বৃষ্টির কবলে পড়েছে দুই কলাবাগানের গুরুত্বপূর্ণ খেলা। সোমবার মাত্র ১৪.২ ওভার পর বৃষ্টি নামলে রিজার্ভ ডেতে খেলা নিতে বাধ্য হন আম্পায়াররা। ম্যাচের বাকি অংশ শেষ করতে মঙ্গলবার সকালে আবার মাঠে নামবে দলদুটি। সুপার লিগ নিশ্চিত করতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। অপরদিকে রেলিগেশন এড়াতে জয় চায় একাডেমীও।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কলাবাগান ক্রিকেট একাডেমী। ব্যাটিংয়ে নেমে কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বোলিং তোপে পরে ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করে তারা।

যদিও একাডেমীর উইকেট পতনের শুরুটা করেন দেওয়ান সাব্বির। দলীয় ৮ রানেই ইরফান শুক্কুরকে বিদায় করেন তিনি। এরপর জোড়া আঘাত হানেন মাশরাফি। মাইশুকুর রহমান ও জতিন সাক্সেনাকে বিদায় করে একাডেমীকে কোণঠাসা করে ফেলেন এ দেশসেরা পেসার। এরপর একাডেমীর অধিনায়ক মাহমুদুল হাসানকে আব্দুর রাজ্জাক এলবিডব্লিউর ফাঁদে ফেললে দারুণ বিপর্যয়ে পরে দলটি।

মেহেদী হাসান মিরাজ ও তাপস ঘোষ উভয়েই শুন্য রানে অপরাজিত রয়েছেন। মঙ্গলবার সকালে ব্যাটিং করতে নামেবন এ দুই ব্যাটসম্যান। কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন মাশরাফি। সাব্বির ও রাজ্জাক ১টি করে উইকেট পান।

আরটি/এমআর/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।