মোহাম্মদ আলির স্মরণীয় কিছু উক্তি


প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৬ জুন ২০১৬

মোহাম্মদ আলি। সর্বকালের সেরা ক্রীড়াবীদ। শুধু বক্সিং রিংই নয়, নিপীড়িত মানুষের অধিকার নিয়ে প্রতিনিয়ত কথা বলতেন তিনি। জাতি, ধর্ম, বর্ণ-নির্বিশেষে মানুষের অধিকার আদায়ে আজীবন কাজ করে গেছেন তিনি। অবশেষে সেই কিংবদন্তী আজ নিজেই পরাজিত হলেন মৃত্যুর কাছে। ৭৪ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক মোহাম্মদ আলির স্মরণীয় কিছু উক্তি :
১. তারা যদি পচা ব্রেড দিয়ে পেনিসিলিন তৈরি করতে পারে তাহলে নিশ্চিতভাবে আপনাকে দিয়েও কিছু বানাতে পারবে।
২. বিশ্বে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো বন্ধুত্ব। এটি এমন এক বিষয় যা আপনি স্কুলে শিখতে পারবেন না। কিন্তু আপনি যদি বন্ধুত্বের অর্থ শিখতে না পারেন তাহলে কোনো কিছুই শিখতে পারবেন না।
৩. স্বপ্ন সফল করার সবচেয়ে ভালো উপায় হলো জেগে ওঠা।

৪. যে ঝুঁকি নেওয়ার মতো সাহসী নয় সে জীবনে কিছুই পায় না।
৫. ট্রেনিং-এর প্রতিটা মুহূর্তকে আমি ঘৃণা করি। কিন্তু নিজেকে বলেছি, হাল ছেড় না। এখন কষ্ট করো, বাকি জীবনটা বিজয়ী হয়ে বাঁচো।
৬. আমি জানি কোথায় যাচ্ছি এবং আমি সত্যটা জানি। এ ছাড়া আপনি যা চান আমি তা আমাকে হতে হবে না। আমি যা চাই তা করার জন্য আমি স্বাধীন।
৭. বিজয়ী হওয়ার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে যে, আপনিই সেরা। আপনি যদি তা না হন তাহলেও তা দাবি করতে হবে।
৮. আমিই সেরা -এই কথাটি আমাকে চেনার অনেক আগেই বলেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এটি যদি আমি যথার্থভাবে বলতে পারি তাহলে গোটা বিশ্বকে আমি বলতে পারব যে আমি আসলেই সেরাদের সেরা ছিলাম।
৯. অসম্ভব সেই সব মানুষের তৈরি একটা বড় শব্দ যারা অজুহাতেই বাঁচতে চান। নিজেদের ক্ষমতা জানতে চান না, কোনও কিছু বদলাতে চান না। অসম্ভব কোনো ঘটনা নয়, একটা মত। অসম্ভব কেউ ঘোষণা করেনি। এটা সাহস। এটা ক্ষমতা। অসম্ভব অস্থায়ী। অসম্ভব কিছুই না।

১০. চ্যাম্পিয়নরা জিমে তৈরি হয় না। যাদের অন্তরের গভীরতম অংশে রয়েছে স্বপ্ন, দূরদৃষ্টি ও সফল হওয়ার তীব্র ইচ্ছা, একমাত্র তারাই চ্যাম্পিয়ন হয়ে দেখাতে পারে।
১১. আমার গতি ও সহনশীলতা আছে। ভালো হয় আপনার বিমা বাড়িয়ে নিলে।
১২. আপনি যা চিন্তা করবেন তাই হবেন।
১৩. লড়াইয়ের জয়-পরাজয় বাস্তবতা থেকে অনেক দূরে, লাইনের পেছনে, ব্যায়ামাগারে এবং পিচঢালা রাস্তায়; অনেক আগেই আমি সেইসব আলোতে নেচেছিলাম।
১৪. প্রতিদিন এমন ভাবে বাঁচো যেন সেটাই তোমার জীবনের শেষ দিন। কারণ এক দিন তুমি ঠিক হবেই।
১৫. তুমি ২০ বছর বয়সে যেভাবে পৃথিবীটাকে দেখতে, যদি ৫০ বছরেও সেভাবেই দেখ, তাহলে জীবনের ৩০ বছর তুমি নষ্ট করেছ।
১৬. গায়ের রংয়ের ভিত্তিতে মানুষকে ঘৃণা করা ভুল। এটি কোনো বিষয় নয় যে, কোন রংকে আপনি ঘৃণা করছেন। এটা সম্পূর্ণ ভুল।
১৭. দিনকে আপনার গণনা করার প্রয়োজন নেই, দিনই আপনাকে গণনা করবে।
১৮. নিজের ওপর বিশ্বাস না থাকলে কোনো চ্যালেঞ্জ নিতে পারবে না। আমি নিজের ওপর বিশ্বাস রাখি।
১৯. পর্বত তোমার ওপরে ওঠার পথে বাধা নয়। তোমার জুতোয় আটকে থাকা নুড়িই তোমার অন্তরায়।
২০. যার কল্পনা নেই, তার কল্পনায় ভর করে ওড়ার ডানাও নেই।
২১. যদি আমার মাথা ভাবতে পারে, মন বিশ্বাস করে, তা হলে আমি পারবই।
২২. প্রজাপতির মতো উড়ে গিয়ে মৌমাছির মতো হুল ফোঁটাও। যা তোমার চোখ দেখে না, সেটাতে তুমি আঘাত করতে পারবে না।
২৩. আমি চাই মানুষ আমাকে যেভাবে ভালোবাসে সবাইকে সেভাবেই ভালোবাসবে। তাহলেই পৃথিবীটা আরো সুন্দর হবে।
২৪. যখন আপনার মাথায় ভালো কোনো উত্তর আসবে না, তখন নীরব থাকাটাই ভালো।
২৫. আমি উঠবস গণনা করি না। আমি কেবল তখনই গুনতে শুরু করি যখন আঘাত পাই। কারণ, এগুলোই একমাত্র গণনার যোগ্য, এগুলোই আপনাকে চ্যাম্পিয়ন বানাবে।
২৬. যদি স্বর্গ দেখতে চাও, তাহলে বাংলাদেশে আসো।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।