ড্রাইভিং শিখছেন মুস্তাফিজ


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৫ জুন ২০১৬

কিছুদিন আগেই পরিবারের জন্য গাড়ি কিনেছিলেন মুস্তাফিজুর রহমান। তার বাবা আবুল কাশেম গাজী জানিয়েছিলেন, গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার রেখে দেয়া হয়েছে। সেই গাড়িতে চড়েই তিনি এখন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন।

আইপিএল জয় করে দেশে আসার পর মুস্তাফিজুর রহমান এখন রয়েছেন গ্রামের বাড়িতে। সেখানে তিনি রয়েছেন বিশ্রামের জন্য। টানা ক্রিকেট খেলার কারণে যে অসুস্থতা ভর করেছে, সেটা কাটাতেই এই বিশ্রাম প্রয়োজন তার।

তবে গ্রামের বাড়িতে গিয়ে মুস্তাফিজ অন্য একটি জিনিস শিখে ফেলছেন। নিজের সেই গাড়িতে করেই ড্রাইভিংটা শিখে নিচ্ছেন কাটার মাস্টার। জাগো নিউজের প্রতিবেদক নাহিয়ান ইমন সাতক্ষীরার তেঁতুলিয়ায় গিয়ে বিষয়টা দেখতে পান।  সেঝো ভাই মোখলেসুর রহমান পল্টু জানালেন, মুস্তাফিজ ইতিমধ্যে অল্প অল্প ড্রাইভিং শিখে ফেলেছে।
তাদের নিজেদের ড্রাইভারের কাছ থেকেই ড্রাইভিং শিখছেন তিনি। সঙ্গে একজন ঘনিষ্ঠ বন্ধুও রয়েছেন। পল্টু জানিয়েছেন, কয়েকদিনেই হয়তো পুরোপুরি ড্রাইভিংটা শিখে ফেলতে পারবেন মুস্তাফিজ।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।