সিসিএসের বিপক্ষে সতর্ক আবাহনী


প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৫ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগামীকাল সোমবার নিজেদের শেষ ম্যাচে মোকাবেলা করবে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও আবাহনী লিমিটেড। লিগের শুরুতে ছন্দে না থাকলেও শেষদিকে টানা চারটি ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে আবাহনী। অপরদিকে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে সিসিএস। তবে শেষ ম্যাচে মোহামেডানকে হারিয়েছে তারা। তাই তাদের বিপক্ষে সতর্কতার সঙ্গেই খেলবে আবাহনী। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ।

রোববার সকালে মিরপুরের একাডেমীর মাঠে অনুশীলন শেষে তাসকিন বলেন, ‘এর আগে বড় বড় দুটি দলকে সিসিএস হারিয়ে দিয়েছে। তাদের দলে কিছু ম্যাচ উইনার খেলোয়াড় রয়েছে। ওদেরকে রিলাক্সভাবে নেওয়ার কিছুই নেই। আমাদের শতভাগ দিয়েই খেলতে হবে। লিগের শেষ ম্যাচ যেহেতু এটা খুবই গুরুত্বপূ্র্ণ আমাদের জন্য। চ্যাম্পিয়ন রেসে থাকতে গেলে এখন প্রত্যেকটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।’

সিসিএসের বিপক্ষে নিজেদের জয়ের ধারা ধরে রাখবেন বলে আশা করছেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই বছর কোন দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। কোন দলের মধ্যেই তেমন কোন পার্থক্য নেই। আমাদের শতভাগ দিয়েই খেলতে হবে। কালকের ম্যাচটি জিতে সুপার লিগের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে হবে।’

লিগের প্রথম চার ম্যাচে তিনটি জয়ের পর টানা তিনটি ম্যাচে হেরে সুপার সিক্সই শঙ্কায় পরে গিয়েছিল আবাহনীর। তবে এরপরেই ঘুরে দাঁড়ায় তারা। বিশেষ করে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তির পর দারুণভাবে চাঙ্গা তারা। টানা চারটি ম্যাচ জিতে সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছে তারা।

‘লিগের শুরুটা ভালো করতে পারিনি। টানা চারটা ম্যাচ জেতার পর মোমেন্টটাইমটা এখন আবার আমাদের দিকে ফিরেছে। বিশেষ করে সাকিব ভাই দলে আসার পর দলটা আরও ব্যালেন্স হয়েছে। প্রথমদিকে আমরা যেসকল ভুলগুলো করেছিলাম; সেগুলো শুধরে আমরা আবার সবাই নতুন করে চেষ্টা করছি। দলের কিছু কিছু ব্যাটসম্যান ও বোলার দারুন ছন্দে রয়েছে। কেউ না কেউ হাল ধরছে।’

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।