লড়াইয়ে এগিয়ে থাকতেই জয় চান আল-আমিন


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৫ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইতোমধ্যেই সুপার সিক্স নিশ্চিত করেছে গতবারের রানার আপ প্রাইম দোলেশ্বর। প্রথম পর্বের শেষ ম্যাচে আগামীকাল সোমবার বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে তারা। সুপার লিগে উঠে গেলেও চাপমুক্ত ম্যাচ খেলার কোন অবকাশ নেই বলে জানানলেন দলের অন্যতম সেরা পেসার আল-আমিন হোসেন। সব ম্যাচকে সমান গুরুত্বপূর্ণ মানছেন এ পেসার।

রোববার মিরপুরের একাডেমীর মাঠে অনুশীলন করতে আসে প্রাইম দোলেশ্বর। অনুশীলন শেষে আল-আমিন বলেন, ‘এটা আসলে স্ট্রেইট লিগ তো, তাই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যদি কালকের ম্যাচটা জিতি তাহলে সুপার লিগে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।’

লিগের শুরু থেকেই এবার দুর্দান্ত ক্রিকেট খেলছে দোলেশ্বর। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব দিক থেকেই দারুণ সামঞ্জস্যপূর্ণ তাদের দল। তাই পরের ম্যাচে জয়ের ব্যপারে দারুণ আশাবাদী এ ক্রিকেটার।

‘ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং নির্দিষ্ট ওই রকম কোনো শক্তি নেই। আমাদের সব বিষয়েই সমান সমান বলা যায়। আমরা তিন বিভাগেই শতভাগ দেয়ার চেষ্টা করছি। আমরা শেষ ম্যাচগুলো যেভাবে খেলে এসেছি বা সেরাটা দিতে পারি তাহলে আমরা কাল ম্যাচটা জিতবো।’

লিগের প্রথমে খুব ভালো হলেও শেষ ম্যাচটা খুব বেশি ভালো করতে পারেননি আল-আমিন। আরেকটু আত্মবিশ্বাস সহকারে বোলিং করতে পারলে নিজের এবং দলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। ইতোমধ্যে সুপার লিগ নিশ্চিত হওয়ায় আরো কয়েকটি ম্যাচ পাবেন তিনি। তাই সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার সুযোগ থাকছে তার। তবে এমন কোন লক্ষ্য নেই আল-আমিনের। প্রতি ম্যাচেই ১০ ওভার ভালো বোলিং করাই লক্ষ্য এ পেসারের।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।