ফিট থাকলেই কাউন্টিতে যাবে মুস্তাফিজ


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৫ জুন ২০১৬

আগামী ১০জুন থেকে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডের থাকার কথা বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমানের। টানা ৫৫দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে দেশে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়ে বিশ্রামে রয়েছেন এ পেসার। তবে পরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পেলেই কাউন্টি ক্রিকেটে যোগ দিতে পারবেন মুস্তাফিজ বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুর শের-ই বাংলায় বিসিবি কার্যালয়ে কোচ, অধিনায়ক ও বোর্ড ডিরেক্টরদের সঙ্গে মিটিং করেন বিসিবি প্রধান। মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোচ মনে করেন, ও (মুস্তাফিজ) কাউন্টি ক্রিকেটে খেললে আমাদের জন্য ভালো। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে। ও যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা আমাদের কাজে আসবে। তবে ওর ফিটনসেটাই সবার আগে।’

বিশ্বকাপ ও আইপিএলে টানা ক্রিকেট খেলার কারণে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নন মুস্তাফিজ। তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি প্রধান আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি, তাতে ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভালো না। আমরা খুব একটা ঝুঁকি নেব না। যদি দেখি ও ফিট আছে, তাহলে সে ইংল্যান্ডে খেলতে যেতে পারবে।’

কবে নাগাদ মুস্তাফিজের ফিটনেস টেস্টের ফলাফল জানা যাবে তা নিয়ে খোলাসা করে কিছু বলেননি বিসিবি প্রধান। তবে তা অন্তত দুই সপ্তাহের আগে পাওয়া সম্ভব নয় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘এখন আপাতত বিশ্রামে আছে। চার-পাঁচ দিন পর ঢাকায় আসবে। আবার ইভাল্যুয়েশন হবে, ওকে একটা প্রোগ্রামে দেওয়া হবে। পরবর্তী ইভাল্যুয়েশনের আগে সঠিক করে বলা কঠিন হবে।’

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।