অস্ট্রেলিয়ার সিরিজ জয়


প্রকাশিত: ০৯:৫০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৪

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টটি ড্র হয়েছে। ফলে চার টেস্টে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো স্টিভেন স্মিথ বাহিনী।
 
পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতকে ৩৮৪ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল সফরকারীরা। তখনো নির্ধারিত ৫ ওভারের খেলা বাকি ছিল। তার  আগে করমর্দন করে ড্র মেনে নেয় দুই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও স্টিভেন স্মিথ। এর ফলে গত ১৭ বছরে  প্রথমবারের মতো মেলবোর্নের কোনো টেস্ট অমীমাংসিতভাবে শেষ হল।

সফরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শেষ দিনেও হাফসেঞ্চুরি করেছেন তিনি। হারিসের বলে আউট হওয়ার আগে ৫৪ রান করেছেন  কোহলি। এ ছাড়া ৪৮ রান করেছেন অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন কোহলি ও রাহানে। তাই জয় না পেলেও কষ্ট বৃথা যায়নি সফরকারীদের। শেষ অবধি হার নয়,ড্র নিয়ে মাঠ ছেড়েছে ধোনির দল।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ৯৯ রানে আউট হয়েছেন শন মার্শ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।