সৌম্য-সাব্বিরকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখছেন স্ট্রিক


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৪ জুন ২০১৬

দলে রয়েছেন মাশরাফি বিন মুর্তজার মত অভিজ্ঞ অধিনায়ক। এক বা দু বছর পরেই হয়তো ওয়ানডেকে বিদায় জানাতে পারেন তিনি। তার চলে যাওয়ার পর কে হবেন ওয়ানডে অধিনায়ক? এ তালিকায় অনেকে আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলসের হয়ে অসাধারণ নেতৃত্ব দিয়ে মন জয় করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্যও প্রমাণ করেছেন রিয়াদ। কিন্তু সাবেক বাংলাদেশ বোলিং কোচ হিথ স্ট্রিক বাংলাদেশের ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক হিসেবে সাব্বির এবং সৌম্যকেই দেখছেন। সম্প্রতি আবুধাবির এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে স্ট্রিক এমনটাই জানান।

‘সামনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে অনেকগুলো অপশন আসতেছে। সাব্বির এবং সৌম্য সরকারের ভেতর আমি সামনে থেকে নেতৃত্ব দেয়ার প্রবণতা দেখেছি। টেস্টে দেখেছি মুমিনুল হককে।’

তবে অধিনায়ক হওয়ার আগে অবশ্যই দলে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলেও হুশিয়ারি করে দেন হিথ স্ট্রিক। তিনি বলেন, ‘আশা করতেছি তারা নিজেদের প্রমাণ করেই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে। সবার আগে তাদের নিজেদের পারফরম্যান্সের উন্নতি করেই অধিনায়ক পদের জন্য লড়তে হবে কেননা অধিনায়ক হিসেবে কখনোই একাদশের বাইরে থাকাটা শোভন নয়।’

সাব্বির এবং সৌম্যকে ভবিষ্যৎ অধিনায়ক বললেও বর্তমান অধিনায়ক মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন হিথ স্ট্রিক। ‘মাশরাফির সাথে কোচ এবং খেলোয়াড়দের সাথে যে সম্পর্ক তাতে অস্বীকার করার অবকাশ নেই যে তার অধিনায়কত্ব অধ্যায়ের স্বর্ণযুগে রয়েছেন মাশরাফি।’  

গত দুই বছর নিজের দ্বিতীয় ঘরের মত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আঁকড়ে ছিলেন বোলিং কোচ হিথ স্ট্রিক। কিন্তু আইপিএলে কোচিং করাতে গিয়েই যেন মত পাল্টে গেল তার। বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়ান এই জিম্বাবুইয়ান।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।