ইংল্যান্ডে যেতে সিদ্ধান্ত মুস্তাফিজকেই নিতে হবে


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৪ জুন ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আইপিএলের মত লম্বা আসর খেলে সদ্যই বাংলাদেশ ফিরেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এসেই জানিয়েছিলেন এখনো পায়ে ব্যথাটা রয়ে গেছে তার। বিসিবির ফিজিওর পরামর্শে কয়েকদিনের বিশ্রামে রয়েছেন তিনি। সুস্থ হলেই তার ইংল্যান্ডের সাসেক্সে যাওয়ার কথা রয়েছে। কিন্তু সাসেক্সে যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি তাকেই নিতে বললেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

ইংল্যান্ডে গিয়েই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নেয়ার কথা রয়েছে মুস্তাফিজের এবং এরপরেই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলার কথা রয়েছে তার। জালাল ইউনুস বলেন, ‘সে একজন পেশাদার ক্রিকেটার। আমরা তাকে সহায়তা করতে পারবো কিন্তু তাকে সব শিখিয়ে দিতে পারবো না। সে তার শরীর সম্পর্কে আমাদের থেকে ভালো জানে। তাই তাকেই সিদ্ধান্ত নিতে হবে সে শারীরিক এবং মানসিক যে চাপ সৃষ্টি হবে আরেকটি টুর্নামেন্ট খেললে সেটি মোকাবেলা করতে পারবে কি না। কিন্তু সে যদি কাউন্টি খেলতে যেতেই চায় তাহলে অবশ্যই আমরা তাকে পুরোপুরি সুস্থ করে পাঠাবো।’

তবে ব্যক্তিগতভাবে মুস্তাফিজের কাউন্টি খেলতে যাওয়াকে সমর্থন করেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘সে এখনো অতটা অভিজ্ঞ হয়ে ওঠেনি। এটির মাধ্যমে সে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে যা পরবর্তীতে কাজে লাগাতে পারবে। আমরা তাকে ইংল্যান্ড খেলতে যেতে বাঁধা দিতে পারি না। আমাদের এখন কোন আন্তর্জাতিক ম্যাচও নেই। তাই এই সময়ে ইংল্যান্ডে খেলে অভিজ্ঞতা অর্জন করাটাই শ্রেয়। কে জানে! হয়ত ভবিষ্যতে এমন সুযোগ আর নাও আসতে পারে।’

কীভাবে মিডিয়ার চাপ সামলানো যায় এ ব্যাপারেও মুস্তাফিজকে আলাদাভাবে সহায়তা করা হবে বলে জানান ইউনুস। ‘তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। প্রত্যেক মিডিয়ার লোক তার সঙ্গে কথা বলতে যাচ্ছে। তাই সে তার নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। আমরা আলোচনা করেছি তাকে কীভাবে মিডিয়ার সামনে কথা বলতে হয় সেটি শেখাবো। তার জানা উচিত কী বললে মিডিয়ার লোক সন্তুষ্ট হবে।’

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।