ইউরোর আগে রোনালদোদের সন্ত্রাসীদের হুমকি!


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৩ জুন ২০১৬

ফুটবলের অন্যতম সেরা আসর ইউরো কাপ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগমী ১০ই জুন। তবে খেলা শুরুর আগেই পর্তুগাল তারকা রোনালদোদের হুমকি দিল সন্ত্রাসীরা। এমনটাই দাবি করেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।

পর্তুগাল কোচ সান্তোস সাংবাদিকদের বলেন, প্রত্যেকেই জানেন পর্তুগাল দলকে নিয়ে সব সময় ঝুঁকি থাকে, কারণ রোনালদোর মত তারকার উপস্থিতি। তবে সন্ত্রাসীদের হুমকিতে আমরা ভয় পাচ্ছি না।

গত নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জনের প্রাণ যায়। সুতরাং সন্ত্রাসীদের হুমকি হালকা ভাবে নিচ্ছে না ফরাসি প্রশাসন। ইউরো কাপে তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে আয়োজকরা।

উল্লেখ্য, ১৪ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল। গ্রুফ এফ তে পর্তুগাল ও আইসল্যান্ড ছাড়াও রয়েছে অস্ট্রিয়া ও হাঙ্গেরি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।