শতবর্ষী কোপা আমেরিকার পর্দা উঠছে শুক্রবার


প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০২ জুন ২০১৬

চিলির কোপা আমেরিকার জয়ের এক বছর পরেই আবারো বসছে ফুটবল ইতিহাসের সবথেকে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা। শতবর্ষী এই কোপা আমেরিকার প্রথম ম্যাচেই শুক্রবার আমেরিকার বিপক্ষে মাঠে নামছে শিরোপা প্রত্যাশী কলম্বিয়া।

পৃথিবীর সবথেকে পুরাতন এই টুর্নামেন্ট ২০১৬ সালেই পা দিচ্ছে শত বছরে। তাই এ টুর্নামেন্টকে আরো সুন্দর এবং গুরুত্ববহ করে তুলতে এ বছরেই আবার কোপা আমেরিকার আয়োজন করছে কোপা কর্তৃপক্ষ। স্পেশাল কোপা দেখে এর নামও দেয়া হয়েছে, ‘কোপা আমেরিকা কান্তেনারিও’। টুর্নামেন্টও হচ্ছে বারাক ওবামার দেশ আমেরিকাতে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দল নিয়ে কোপা আমেরিকা হলেও স্পেশাল কোপা আমেরিকা হচ্ছে ১৬ দল নিয়ে। যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের সাথে উত্তর আমেরিকা অঞ্চলের আরো ৬ দল যুক্ত হয়ে চার গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিপক্ষে লড়বে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুক্রুবার বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আমেরিকা। সনি ইএসপিএন চ্যানেল খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

৫ তারিখ নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ৬ তারিখ প্রথম ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

আরআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।