আবাহনীকে হারিয়ে মোহামেডানের প্রতিশোধ


প্রকাশিত: ০২:১৮ পিএম, ০২ জুন ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দেশের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথম গ্রুপ পর্বে হারের দারুণ প্রতিশোধ নিয়েছে মোহামেডান।

আবাহনীর দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন দীপিকা। ৬৭ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৭৭ বলে ৩টি চারে ৩৫ রান করেন ফারজানা আক্তার। আবাহনীর পক্ষে ২৭ রানে ২টি উইকেট পান সাবিকুন নাহার।

এর আগে বৃহস্পতিবার সাভারের বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন সুপ্তা। ৬২ বলে ৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি।

এছাড়া ৬২ বল মোকাবেলা করে ৩৪ রান করেন অধিনায়ক জাহানারা আলম। এ দুই ব্যাটসম্যান ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছুতে পারেনি। মোহামেডানের পক্ষে ২০ রানে ২টি উইকেট পান সালমা খাতুন।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।