প্রস্তুতি নিয়েও সাতক্ষীরায় সংবর্ধনা হচ্ছে না মুস্তাফিজের
পরিকল্পনা ছিল ব্যাপক গণসংবর্ধণা দেয়া হবে মুস্তাফিজকে। সে মতে সাতক্ষীরায় প্রস্তুতিও নেয়া শুরু হয়েছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা না থাকায় নিজ জেলা সাতক্ষীরায় সংবর্ধনা দেয়া যাচ্ছে না মুস্তাফিজকে।
যদিও আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মুস্তাফিজের বাড়ীতে যাবেন জেলা প্রশাসক। এ সময় তার সঙ্গী হবেন জেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল। সেখানে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুস্তাফিজ ও তার পরিবারকে মিষ্টিমুখ করানোসহ শুভেচ্ছা জানানো হবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ আবুল কাশেম মহিউদ্দীন।
এ সময় তিনি আরো বলেন, ক্রিকেট বোর্ড থেকে নির্দেশনা না আসায় আগের মত মুস্তাফিজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে না। এদিকে, জেলার কলারোয়া ফুটবল মাঠে মুস্তাফিজকে গনসংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছিল বেশ জোরেসোরে। তাছাড়া মুস্তাফিজের নিজ এলাকায়ও সংবর্ধনার প্রস্তুতি নেয়া হলেও শেষ পর্যন্ত সম্ভব হচ্ছে না।
মুস্তাফিজের গণসংবর্ধনার প্রস্তুতি নেওয়া কলারোয়া ক্রিকেট একাডেমীর পরিচলক নাজমুল হাসনাইন মিলন জাগোনিউজকে বলেন, যেহেতু সরকারিভাবে অনুমতি পাওয়া যাচ্ছে না সেহেতু এখন আমাদের আর কিছু করার নেই। তবে প্রস্তুতি এখনও চালিয়ে যাচ্ছি। শেষ মুহূর্তেও যদি প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পাওয়া যায়, তবে আমরা গনসংবর্ধনার অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো।
এ বিষয়ে কাটার মাস্টার মুস্তাফিজ কিছু বলতে রাজি হননি। তবে এটুকু বলেন, ‘আমি ভালো আছি। পরিবারের সাথে হাসি-আনন্দে আছি।’ এ সময় জাগো নিউজের পক্ষ থেকে মুস্তাফিজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুস্তাফিজের খবর গুরুত্বের সাথে প্রচার করায় জাগো নিউজকে ধন্যবাদ জানান মুস্তাফিজ।
এরআগে আইপিএল শেষ করে এক মাস ২৬ দিন পর মঙ্গলবার রাত ১১টায় নিজ বাড়ী সাতক্ষীরার তেঁতুলিয়ায় মায়ের কোলে ফেরেন মুস্তাফিজ। বুধবার সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে বাড়ীতে আসা বিভিন্ন গনমাধ্যমকর্মী ও ভক্তদের সাথে স্বাক্ষাৎ করেন তিনি। ভক্তরা এই তারকা ক্রিকেটারকে নিজেদের মাঝে পেয়ে আনন্দের মুহূর্তটি ক্যামেরা বন্ধী করে রাখছেন।
আকরামুল ইসলাম/আইএইচএস/এবিএস