জিদানই থাকছেন রিয়ালের কোচ


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০১ জুন ২০১৬

লা উন্দেসিমা জয় করে নিজের চাকরিটাকেও স্থায়ী করে ফেললেন জিনেদিন জিদান। সকল শঙ্কাকে পেছনে ফেলে আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দেখা যাবে এই কিংবদন্তি খেলোয়াড়কে। রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ জিদানের থাকাটা নিশ্চিত করেছেন।

শনিবার চ্যাম্পিয়ন্স লিগের রুদ্ধশ্বাস ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে হারিয়ে ১১তম শিরোপা জয় করে রিয়াল মাদ্রিদ। ক্লাবের হয়ে ব্যর্থ হওয়ার কারণে জানুয়ারী মাসে রাফা বেনিতেজকে কোচের পদ থেকে সরিয়ে দেয় রিয়াল। তারপরেই রিয়াল মাদ্রিদের ‘বি’ দল থেকে সরাসরি জাতীয় দলের কোচের পদে বসেন জিদান। তার হাতের ছোঁয়া পেয়েই পাল্টে যেতে থাকে রিয়াল মাদ্রিদ।

জিদান সম্পর্কে পেরেজ বলেন, ‘জিদান শুধু আমার জন্যেই বিশেষ কেউ নয়, সে মাদ্রিদ এবং মাদ্রিদের ইতিহাসের জন্যেও বিশেষ একজন খেলোয়াড়।’

‘সে ২০০১ সালেই রিয়ালে এসে সবকিছু পাল্টে দিতে থাকে। সেই মৌসুমেই  খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন জিদান। সে সহকারী কোচ হিসেবেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আর এখন প্রধান কোচ হিসেবে। তার সাথে আমাদের ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং সে তার কাজ চালিয়ে যেতে পারবে।’

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতছাড়া হলেই ছাটাই করা হতে পারে জিদানকে, এমন শঙ্কা থাকলেও সে সব কিছুই আর হচ্ছেনা। জিদানের অধীনে ২৭ ম্যাচের ২২টিতেই জয় পেয়েছে রিয়াল। দুটিতে হারের বিপরীতে ড্র করেছে তিনটি ম্যাচে। এ সময়ে বিপক্ষ দলের জালে ৭৭টি গোল দেয় রিয়াল মাদ্রিদ।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।