বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০১ জুন ২০১৬

আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বহুল আলোচিত এ টুর্নামেন্টে খেলা গত বছরই নিশ্চিত করেছে বাংলাদেশ।  আর আজ এই টুর্নামেন্টের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি।

আইসিসি র‌্যাংকিংয়ে থাকা সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। আর আট দলকে দুই গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ `এ` তে বাংলাদেশের সাথে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর গ্রুপ `বি` তে আছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।

আগামী বছরের ১ জুন টুর্নামেন্ট শুরু হবে এবং ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসির অন্যতম সেরা এই টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম সেরা দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সময়সূচিঃ
জুন ১ – ইংল্যান্ড বনাম বাংলাদেশ, দ্য ওভাল (দিবা)
জুন ২ – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, এজবাস্টন (দিবা)
জুন ৩ – শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল (দিবা)
জুন ৪ – ভারত বনাম পাকিস্তান (দিবা)
জুন ৫ – অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, দ্য ওভাল (দিবারাত্রি)
জুন ৬ – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, কার্ডিফ (দিবা)
জুন ৭ – পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, এজবাস্টন (দিবারাত্রি)
জুন ৮ – ভারত বনাম শ্রীলঙ্কা, দ্য ওভাল (দিবা)
জুন ৯ – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কার্ডিফ (দিবা)
জুন ১০ – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, এজবাস্টন (দিবা)
জুন ১১ – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, দ্যা ওভাল (দিবা)
জুন ১২ – শ্রীলঙ্কা বনাম পাকিস্তান, কার্ডিফ (দিবা)
১৪ জুন – গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্সআপ, ১ম সেমিফাইনাল, কার্ডিফ
১৫ জুন – গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্সআপ, ২য় সেমিফাইনাল, এজবাস্টন
১৮ জুন – ফাইনাল, দ্য ওভাল
১৯ জুন – রিজার্ভ ডে


এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।