কোপা বর্জনের হুমকি মেসিদের


প্রকাশিত: ০৪:০৮ এএম, ০১ জুন ২০১৬

হুমকির মুখে পড়লো মেসি-ডি মারিয়াদের কোপায় অংশগ্রহণ। দেশটির সরকার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নির্বাচনে হস্তক্ষেপ করায় কোপা আমেরিকা থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়েছে এএফএ।  

এ প্রসঙ্গে এএফএর কার্যনির্বাহী সচিব ড্যামিয়েন ডুপিয়েলেট ক্ষোভ ঝেড়ে বলেছেন, `নির্বাচন ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এটার মেয়াদ আরো ৯০ দিন বাড়তে পারে। অভ্যন্তরীণ বিষয়ে তদন্তের জন্য দু`জন ইনসপেক্টরকে পাঠানো হয়েছে। এএফএর উপর এটা পরিষ্কার হস্তক্ষেপ।`

আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া শতবর্ষী কোপায় ফেভারিট হিসেবেই খেলবে গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনা সরকারের সঙ্গে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের ঝামেলায় এখন তাদের অংশগ্রহণ হুমকির মুখে। কেননা ডুপিয়েলেট রেডিও লা রেডকে জানিয়েছেন, বোর্ড মিটিং শেষে তারা সিদ্ধান্ত নেবেন, আর্জেন্টিনা টুর্নামেন্টে অংশ নেবে কি নেবে না।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।