আবাহনীতে আসছেন ইউসুফ পাঠান


প্রকাশিত: ০৮:১৮ এএম, ৩১ মে ২০১৬

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে আজ ঢাকা আসছেন ভারতীয় ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আবাহনীর আরেক ভারতীয় রজত ভাটিয়ার বদলী হিসেবে ইউসুফকে দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহী দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস।   

সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে দারুন ফর্মে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। ১৫ ম্যাচ খেলে ৭২.২০ গড়ে ১৪৫.৫৬ স্ট্রাইক রেটে ৩৬১ রান করেছেন তিনি।

সাকিব আল হাসান দু’দিন আগে আইপিএল মিশন শেষে দেশে ফিরেছেন এবং ইতিমধ্যে একটি ম্যাচ খেলে দলের জয়েও ভূমিকা রাখেন। এবার ৩৩ বছর বয়সী ইউসুফকে তারই কেকেআর সতীর্থ সাকিব আল হাসানের সাথে একই জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যাবে।

এদিকে আবাহনীকে সেরা ছয়ে জায়গা করে নিতে হলে সামনের সব ম্যাচে জয় পেতে হবে। সেদিক থেকে বলা চলে যে, সাকিব-ইউসুফে বাড়তি চাপ থাকবে সামনের ম্যাচ গুলোতে।

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ইউসুফ ছাড়াও উদয় কাউল, মানবিন্দর বিসলা, মনোজ তিওয়ারী ও রজত ভাটিয়ার মত ভারতীয়রা খেলে গেছেন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।