প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুস্তাফিজ


প্রকাশিত: ০৭:০১ পিএম, ৩০ মে ২০১৬

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ঘরোয়া আসর খেলতে ভারতে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর সেখানে গিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি এবং দুর্দান্ত বোলিং করে দলকেও করেছেন চ্যাম্পিয়ন। দেশে ফিরেই জানতে পারলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে জাতীয় বীর আখ্যায়িত করা হয়েছে। আর তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এ নবীন তারকা।

ভারত থেকে সোমবার রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে তিনি বলেন, ‘সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এরকম একটি সংবর্ধনা আয়োজন করার জন্যে। উনি আছেন (আরিফ খান জয়), সুজন ভাই, মামা আছেন, সকল মিডিয়াবৃন্দ সকলকে ধন্যবাদ।’

নিজের পারফরম্যান্সে দারুণ খুশি মুস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জীবনের প্রথম আইপিএল। শুরুটাও ভালো ছিল। শেষটাও ভালো হয়েছে। আপনাদের ও দেশবাসীর দোয়ায় সব ভালো হয়েছে।’

দেড় মাসের এ সফরে ভারতীয় ক্রিকেটার ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ছিলেন মুস্তাফিজ। অর্জন করেছেন নানা অভিজ্ঞতা। তার এ অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন বলে জানান কাটার মাস্টার।

‘আমি এখনো ছোট। আমি এখনো শিখতে চাই। অনেক দেশের অনেকেই ছিলেন। চেষ্টা করবো সামনে এরা সুযোগ থাকলে এটার ভেতর থেকে আরো ভালো কিছু দেখানোর।’

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।