খিলগাঁওয়ে শিবিরের মিছিল
২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর খিলগাঁওয়ে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা।
সোমবার সকাল ৮ টার দিকে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় মহানগর পূর্ব এলাকার শিবির সভাপতি রিয়াজুল হক রিয়াজের নেতৃত্বে মিছিল করেছে শিবির। এ সময় রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
খিলগাঁও থানা পুলিশের এসআই মো. ফখরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হরতাল সমর্থনকারীরা সটকে পড়ে।