২৮ বছর পর লর্ডসে ভারতের জয়


প্রকাশিত: ০৪:২২ পিএম, ২১ জুলাই ২০১৪

দীর্ঘ ২৮ বছর পর লর্ডসে জয় পেলো ভারত। সোমবার ইংল্যান্ডকে ৯৫ রানে হারিয়ে এই জয় তুলে নিলো ভারতীয় ক্রিকেটাররা। লর্ডসে ১৭ টেস্টে এটি ভারতের দ্বিতীয় জয়। আর বিদেশের মাটিতে গত ১৬ টেস্টে প্রথম জয় এটি।

৩১৯ রানের লক্ষ্যে খেলতে নামা ইংলিশদের ধসিয়ে দেওয়ার মূলনায়ক ইশান্ত। ৭২ রানে ৪ উইকেট পতনের পর ধ্বংস্তুপের মাঝে কিছুটা লড়াই চালিয়েছিলেন জো রুট ও মইন আলী। দুজনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১০১। ইশান্তের লাফিয়ে ওঠা বল গা বাঁচিয়ে ঠেকাতে গিয়ে অদ্ভূতভাবে আউট হলেন মইন। সর্বোচ্চ ৬৬ এল রুটের ব্যাট থেকে।

এ জুটিই যা একটু আশা দেখিয়েছিল ইংলিশদের। জুটি ভাঙার পর ইংল্যান্ডের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায। গত দিনের সঙ্গে আজ (সোমবার) ৬ উইকেটে ১১৮ রান যোগ করে ইংলিশরা। শেষমেশ অলআউট ২২৩ রানে, হার ৯৫ রানের। সূত্র: স্টার স্পোর্টস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।