মাশরাফির একারই ছয় উইকেট


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ৩০ মে ২০১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবম রাউন্ডে এসে রুদ্রমূর্তি ধারন করলেন বাংলাদশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুর্দান্ত বোলিং করে একাই গুড়িয়ে দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং লাইন আপ। তার বোলিং তোপে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। আর তার সিদ্ধান্ত যে সম্পূর্ণ সঠিক ছিল তা তার বোলিংয়েই বুঝিয়ে দিয়েছেন। তার বোলিং তোপে শুরু থেকেই কোণঠাসা হয়ে পরে রূপগঞ্জ। ৪২ রান দিয়ে একাই তুলে নেন ৬টি উইকেট। এটা এবারের লিগের তৃতীয় সেরা বোলিং ফিগার। পুরো লিগে নিয়েছেন ২০ উইকেট।

এদিন রূপগঞ্জের উইকেট পতনের শুরুটা করেন দেওয়ান সাব্বির। দুই ওপেনারকে ফেরানোর পর মঞ্চে আসেন মাশরাফি। আর এসেই সব আলো কেড়ে নিলেন এ পেসার। রূপগঞ্জের অনেক জয়ের নায়ক ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে দিয়ে শুরু করেন। এরপর একে একে মোশারফ হোসেন রুবেল, সাজ্জাদুল হক, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান রানাকে।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি মাশরাফির দ্বিতীয় ছয় উইকেট শিকার। এর আগে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ছয় উইকেট পেয়েছিলেন এ পেসার।

উল্লেখ্য, কিছুদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশী দ্রুততম রেকর্ড গড়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান মাশরাফি। মাত্র ৫০ বলের সে সেঞ্চুরিতে ১১টি ছক্কা মারেন তিনি। যেটাও ঢাকা লিগের একটি রেকর্ড।

আরটি/আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।