হায়দারাবাদ নয় যেন জিতেছে বাংলাদেশ


প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৯ মে ২০১৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এটি নবম আসর। এর আগে আটটি আসর হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে এবারের মত এতটা আলোচনায় কখনোই ছিল না আইপিএল। আর এর একটাই কারণ, এবার যে খেলছেন বাংলাদেশের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান।

এর আগে আইপিএলে খেলেছেন বাংলাদেশের আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসানতো দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত বোলিং করে সে আলোচনায় আরও রশদ জুগিয়ে দিয়েছেন এ নবীন পেসার।

ছেলে বুড়ো হতে সবাই রোববার চোখ রেখেছিলেন টিভির পর্দায়। সবার চাওয়া ছিল একটি। শিরোপাটা যেন মুস্তাফিজের হাতে ওঠে। শেষ পর্যন্ত হয়েছেও তাই। দারুণ জমজমাট লড়াই শেষে শিরোপা জিতে নেয় হায়দারাবাদ। আর তাতেই গর্জে ওঠে বাংলাদেশ।

আইপিএলের ফাইনাল শেষ হবার পর থেকেই সামাজিক মাধ্যমগুলোতে মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাসের হিড়িক পরে যায়। শাহিন আহমেদ নামে একজন লিখেন, ‘এরচেয়ে ভালো আর কি হতে পারে সত্যিকারের চ্যাম্পিয়নের হাতেই শিরোপা। মুস্তাফিজ তুমি সত্যিই সুন্দর।’

রুবেল নামে একজন লিখেছেন, ‘প্রথমবারেই কাপ মুস্তাফিজের হাতে। অবাক হবার কিছুই নেই। কারণ টি-টোয়েন্টি, ওয়ানডে কি টেস্ট অভিষেকেতো ওই হিরো ছিল। ইউ ডিজার্ভ ইট দ্যা ফিজ!’

আক্তারুজ্জান নামে একজন লিখেছেন, ‘ডেথ ওভারের হিরো সত্যিই ফিজ। আজকে কয়েকটা ছয় হয়েছে বলে অর বোলিং খারাপ হয়নি। আসলে পিচটাই ছিল পাটা। কে না আজ মেরেছে। সানরাজার্সের হিরো মুস্তাফিজ, ভুবেনেস্বর আর অবশ্যই ওয়ার্নার।’

আরিফ নামে একজন লিখেছেন, ‘প্রথমবার আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন মুস্তাফিজ! অভিনন্দন মুস্তাফিজ, অভিনন্দন ওয়ার্নার, অভিনন্দন সানরাইজার্স হায়দ্রাবাদ।’

আরটি/এনএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।