ব্যাঙ্গালুরুর ব্যাটিং বনাম মুস্তাফিজের বোলিং


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৯ মে ২০১৬

ফাইনালে উঠতে না পারলেও রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দারাবাদের মধ্যকার ফাইনাল ম্যাচে ঠিকই চোখ রাখবেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর। কোহলি-ডি ভিলিয়ার্সের সমন্বয়ে গড়া ব্যাঙ্গালুরুর ব্যাটিংয়ের বিপক্ষে লড়াইটা হবে মুস্তাফিজ-ভুবনেশ্বর কুমারদের নিয়ে গড়া হায়দারাবাদের বোলিংয়ের। এখানে সানরাইজার্সকেই এগিয়ে রাখছেন গম্ভীর’ কারণ শুধুমাত্র মুস্তাফিজ।  

ভারতের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা আনন্দবাজারে দেয়া নিজস্ব কলামে গম্ভীর বলেন, ‘ব্যাঙ্গালুরুর ব্যাটিং বনাম মুস্তাফিজুর, সত্যিই দুর্ধর্ষ প্রতিযোগিতা। এক দিক দিয়ে দেখলে তরুণ রহমানের কাছে এটা একটা পরীক্ষাও। কারণ ও বল করবে ব্যাটিং পিচে, যেখানে বাউন্ডারি খুব ছোট।’

ফাইনালের আগে গম্ভীরের চাওয়া মুস্তাফিজ যেন ফিট হয়ে ফাইনাল খেলতে পারে। ‘ভাল বোলিং আক্রমণের সৌজন্যে এই লড়াইয়ে হায়দরাবাদের অবস্থান বেশি ভাল। আশা করছি ফাইনালের জন্য মুস্তাফিজুর রহমান ফিট হয়ে যাবে।’

মুস্তাফিজকে ছাড়াও এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি ভুবনেশ্বর কুমারকেও সমর্থন দিতে ভুলছেন না কেকেআর অধিনায়ক। ‘ফাইনালের যুদ্ধে আমি ভুবনেশ্বর কুমারকেও সমর্থন করব। সব মিলিয়ে ক্রিকেটার হিসেবে ও খুব ভাল। যে প্রতিপক্ষকে হারানোর জন্য নিজের ক্রিকেট-মস্তিষ্ক ব্যবহার করে।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।