ইংল্যান্ডের স্পিন বোলিং উপদেষ্টা হলেন সাকলাইন


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৯ মে ২০১৬

বেশ কয়েকদিন ধরেই তার ইংল্যান্ডে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করতে রাজি হলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাকলাইন মুশতাক। আসন্ন পাকিস্তান সিরিজে ইংল্যান্ড দলের সঙ্গে ১০ দিনের জন্য চুক্তিবদ্ধ হলেন মুশতাক।

২০১৭ সাল পর্যন্ত পাকিস্তান টেলিভিশনের সঙ্গে ক্রিকেট বিশ্লেষক হিসেবে চুক্তি রয়েছে সাকলাইনের। কিন্তু তবুও তাকে কোচিং করানোর অনুমতি দিয়েছে তারা। বেশ কয়েক বছর ধরে মইন আলী, আদিল রশীদরা স্পিনে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার ৩৯ বছর বয়সী সাকলাইনের সঙ্গে কাজ করে নিজেদেরকে আরো শানিত করার সুযোগ পাচ্ছে তারা।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুতেই নিজের কাজ করবেন বলে জানান সাকলাইন। তাকে দক্ষিণ আফ্রিকার সফরের সময়েও ইংল্যান্ড চেয়েছিল কিন্তু সেটি প্রত্যাখ্যান করেন সাকলাইন। ১৪ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে।
 
এর আগে সাকলাইন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া সাইদ আজমলের অবৈধ বোলিং অ্যাকশন শুধরানোর জন্য পিসিবি থেকে নিয়োগ পেয়েছিলেন তিনি।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।