দুই সপ্তাহের মধ্যে আসবে নতুন বোলিং কোচ


প্রকাশিত: ০৮:২১ এএম, ২৯ মে ২০১৬

দু`দিন আগেই নিশ্চিত হয়ে বাংলাদেশের হয়ে আর কাজ করছেন না পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। তার চলে যাওয়ায় পর থেকেই নতুন বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ তালিকায় বেশ কিছু নামীদামী কোচের নাম রয়েছে। তবে কে হচ্ছেন শেষ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ তা জানা যাবে দুই সপ্তাহের মধ্যেই। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

রোববার দুপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে আমরা নতুন বোলিং কোচের নাম জানাতে পারবো। চারজন কোচের সাথে আমাদের কথা হয়েছে। ’

কোচের তালিকায় কারা আছেন তাদের নাম জানতে চাইলে জালাল ইউনুস বলেন, ‘এ মুহুর্তে তারা অন্য দেশের সঙ্গে কোচ হিসেবে যুক্ত আছেন। চূড়ান্ত হওয়ার আগে তাদের নাম প্রকাশ করলে তাদের সমস্য হতে পারে। তবে উপমহাদেশের কোচই নিয়োগ দেয়া হবে।’

কোচের প্রাথমিক তালিকায় আছেন উপমহাদেশের চারজন কোচ।  এ তালিকায় আছেন পাকিস্তানের পেসার আকিব জাভেদ,  বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে ও আরেক শ্রীলংকান চামিন্দা ভাস। এছাড়াও এক ভারতীয়ও রয়েছেন এ তালিকায়। তিনি হলেন ভেঙ্কটেশ প্রসাদ।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।