দেশজুড়ে চলছে সকাল-সন্ধ্যা হরতাল


প্রকাশিত: ০২:১৩ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

সভা-সমাবেশে বাধা, নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ ও মুক্তি দাবি এবং সরকারের অন্যায় আচরণের প্রতিবাদে আজ সোমবার সারা দেশে চলছে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল। হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

হরতাল সফল করতে বিএনপি-জামায়াতসহ জোটের শরীক দলগুলো পৃথক পৃথক বিবৃতিতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে রাজনৈতিকভাবে হরতাল মোকাবিলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ শামসুন্নাহার (৪৫) এবং তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিমুল হক (২৫) ও মেয়ে আনিকা আক্তার (১৮)।  তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও পুরানা পল্টনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।